ফিরে এসো বাবা

মোঃ মোস্তাফিজুর রহমান

বাবা তুমি ফিরে এসো
তারার দেশ থেকে,
বুকে নিয়ে জড়িয়ে ভালে
চুম্বন দাও এঁকে।

নীরব হয়ে থাকবো তখন
করবো না দুষ্টুমি,
আদর পেয়ে তোমার বুকে
যাবো আমি ঘুমি।

ঘুমের ঘোরে স্বপ্নে আমি
তোমার হাতটি ধরে,
বিদ্যালয়ে গিয়ে পড়বো
বাংলা মায়ের স্বরে।

পড়া শেষে আসবো ফিরে
আমার শ্যামল গাঁয়,
বাড়ি আসলে দিবে খেতে
আদর করে মা'য়।

সবি আমার স্বপ্ন এখন
আসবে না বাস্তবে,
দোয়া করি মা-বাবাকে
সুখে রাখুক রবে।

তারিখঃ ২০ জুন ২০২১ঃ০১ঃ১৭পিএম
ফিরে এসো বাবা, বাবা দিবসে, স্বপ্নের বাংলাদেশ।