একুশ

মোঃ মোস্তাফিজুর রহমান

একুশ মানে আট ফাল্গুন
রক্ত রাঙা ভোর,
একুশ সেতো ভাষার জন্য
দম ফাটানো জোর।

একুশ মানে রফিক-সালাম
বরকত-শফিউল,
একুশ হলো মায়ের মুখে
প্রথম শেখা বোল।

একুশ মানে মাতৃভাষায়
কৃষ্ণচূড়ার লাল,
একুশ সেতো বাংলা জুড়ে
ভাটি গানের তাল।

একুশ মানে অমর গাঁথা
শহীদ বেদিতে ফুল,
একুশ মোদের সেরা প্রাপ্তি
নাইতো তাহার তুল!

একুশ মানে ভাষার রাজ্যে
বিশ্বজুড়া খ্যাতি,
একুশের ঐ শহীদ ভ্রাতা
বাংলাদেশের জ্ঞাতি।

তারিখঃ ২০ ফেব্রুয়ারি ২০২১ঃ০৪ঃ৪৬পিএম
একুশ, স্বপ্নের বাংলাদেশ।