ঈদের খুশি

মোঃ মোস্তাফিজুর রহমান

রমজানের সূর্য পশ্চিম আকাশে
      সিজদায় বেলা শেষে,
শাওয়ালের চাঁদ উঠলো তখন
      ঈদ খুশিতে হেসে!

রোজাদার আজ স্বর্গ-সুখে
      চাঁদ দেখিতে যায়,
রোজার কষ্ট ভুলে তাঁরা
      ঈদ মোবারক গায়!

ঈদ মোবারক ঈদ মোবারক
      সবাই খুশি আজ,
ঈদ আনন্দে উঠছে মেতে
      মাথায় দিয়ে তাজ।

আজকে কোন নাই ব্যবধান
     গরিব-ধনীর মাঝে,
ধনীর ফেতরায় দরিদ্র আজ
     সমান তালে সাজে।
    
নতুন জামা ফিরনি সেমাই
     সবার ঘরে ঘরে,
কোলাকুলি করছে তাঁরা
     ঈদের নামাজ পড়ে।

সকল গুনাহ্ ক্ষমা করো
      হে রহিম রহমান,
নামাজ রোজা কবুল করে
      নাজাত করো দান।

নামাজ শেষে মোনাজাত করি
      পাপ মোচন চেয়ে!
বাড়ি ফিরবো শিশুর মত
      প্রভুর ক্ষমা পেয়ে।

তারিখঃ ১৩/০৫/২০২০

করোনাকা'ল-লকডাউন,চট্টগ্রাম

২৩-০৫-২০২০ তারিখে দৈনিক আলোকিত সকাল পত্রিকায় প্রকাশিত