ঈদের দিন

মোঃ মোস্তাফিজুর রহমান

ঈদের দিনে দুঃখ বিনে
কি'বা আছে তার,
দুনিয়াতে মা ও বাবা
বেঁচে নাই যার।

ঈদের দিনে দুঃখ বিনে
কি'বা আছে তার,
যার ঘরে নিত্য দিনই
মিলে হাহাকার।

ঈদের দিনে দুঃখ বিনে
কি'বা আছে তার,
প্রতিদিনই যার উপরে
চলে অত্যাচার।

ঈদের দিনে দুঃখ বিনে
কি'বা আছে তার,
যে কৃষকের সোনার ধান
শিলাতে সাবাড়।

ঈদের দিনে দুঃখ বিনে
কি'বা আছে তার,
করোনার করাল গ্রাসে
বিয়োগ যার কর্তার।_ _ _ _

তারিখঃ ০২ মে ২০২২ঃ১২ঃ৪৮পিএম
ঈদের দিন, বিচ্ছিন্ন ভাবনা।