ঈদ ও ত্যাগ
মোঃ মোস্তাফিজুর রহমান
চাঁদ হেসেছে ঈদ এসেছে
প্রতি ঘরে ঘরে,
দূরের বাটে গরুর হাটে
কেনা-বেচার তরে।
ফুলের মালা চুড়ি বালা
কিনছে খুকুমণি,
নানান সাজে ঈদের মাঝে
পাবে খুশির খনি।
নতুন জামা আনছে মামা
খুকির মুখে হাসি,
ধনী নির্ধন বন্ধু-স্বজন
ঈদ আনন্দে ভাসি।
মালা গলে হেলে দোলে
খুকাখুকি মিলে,
আয়রে ফিরে জন ভিড়ে
ঈদ আনন্দ নিলে।
ত্যাগের মাঠে সবাই হাঁটে
প্রিয় প্রাণী নিয়ে।
নামাজ শেষে পূণ্যের আশে
ত্যাগ করবে গিয়ে ।
পশুর গোস্ত বান্দার ন্যাস্ত
আল্লাহ নাহি খায়,
নিরেট তাকওয়া স্বত্বত্যাগ দেওয়া
বিধাতা শুধু চায়।
ত্যাগের জন্য মুমিন ধন্য
করো অঢেল দান,
পিতা ইব্রাহিম (আঃ) ত্যাগে অসীম
উৎসর্গ স্বীয় সন্তান!
তারিখঃ ১৬/০৭/২০২০