ধর্ষক নাকি দর্শক
মোঃ মোস্তাফিজুর রহমান
হে পুরুষ হে নির্লজ্জ, কি তোর পরিচয়?
ধর্ষক নাকি দর্শক তুই, স্পষ্ট করে কয়?
নপুংসক তুই আপাদমস্তক নির্লজ্জ বেহায়া
থুথু ফেলি তোর সর্বাঙ্গে তুই যে ঘৃণ্য কায়া!
বন্যপশু হায়েনার দল হানলি ভয়াল থাবা
ধ্বংস করলি নারীর সম্ভ্রম ভাঙ্গলি হৃদয় কাবা।
চার বছরের শিশুকে তুই কাটলি ব্লেড দিয়ে
তোর লালসা করলি পূরণ কচি প্রাণটা নিয়ে।
ঘৃণিত তুই নরপশু জন্মের নাই ঠিক
মুখে তোর জুতারবারি জানাই তোকে ধিক!
দেশ-জাতি ধর্ষিত আজ লজ্জার আহাজারি
ধর্ষিত ঐ বোনের চিৎকার করছে আকাশভারী!
স্বামীর হাতে অনিরাপদ বাংলার বধূ আজ
ধর্ষকের হাত ছিনিয়ে নিলো স্বামীর মাথার তাজ!
ষাটোর্ধ দাদী ধর্ষিত হয় ওজু করতে গেলে
দর্শক পুরুষ জেগে উঠো, খবর এবার পেলে?
রাস্তা-ঘাটে গণধর্ষণ নিরাপদ নাই কেহ
হিংস্র ধর্ষক খাবলে খাচ্ছে কত মা-বোনের দেহ!
গৃহবধূ উলঙ্গ আজ বিবস্ত্র যেন জাতি
চারদিকে শুধু ধর্ষণ-ধ্বনি শুনছি যে কান পাতি!
দর্শক হয়ে আর কতকাল থাকবি বসে ঘরে
তোর ঘরেও আসবে হানা,না উঠলে এবার নড়ে।
ধর্ষক সে তো পশুতুল্য ধর্ষক ঘৃণিত জাত
ফাঁসির রশি হয়ে উঠুক ধর্ষকের বীর্যপাত!
তারিখঃ ০৬/১০/২০২০ঃ১২ঃ১১এএম
ধর্ষক নাকি দর্শক, স্বপ্নের বাংলাদেশ।