দাম্ভিকতা

মোঃ মোস্তাফিজুর রহমান

দাম্ভিকতা ধাবিত করে
সদা ধ্বংসের মুখে,
কখনো এহেন দাম্ভিকতায়
অনেকেই রয় দুখে।

সহমর্মিতার চর্চা হোক
ওহে দাম্ভিকগণ,
দাম্ভিকতা ছেড়ে দিয়ে তুমি
পরোপকারে দাও মন।

দাম্ভিকতার পরিণতিতে
বিলীন বহু জাতি,
রাদ, শামুদ ছিল একদা
দাম্ভিকতার জ্ঞাতি।

দাম্ভিকতা শুধুই হলো
সৃষ্টিকর্তার ভূষণ,
অন্য সবে দাম্ভিক হলো
ভাগ্যে মিলে দূষণ।

তারিখঃ ০২ আগস্ট ২০২১।। ০৬ঃ০২পিএম
দাম্ভিকতা, স্বপ্নের পৃথিবী।