দারিদ্র্য

মোঃ মোস্তাফিজুর রহমান

হে দারিদ্র তুই তো নিষ্ঠুর পাষাণ
ক্ষীণ করেছিস মানবতাকে
বরণ করে নিদারুণ দুর্দশাকে
সুখময় পৃথিবীকে করেছিস শ্মশান!

অনাদর অনাহারে কাতরায় শিশু
তোর ঘাতে ঘর ছাড়া
ক্ষুধাতৃষ্ণা করে তাড়া
জীর্ণশীর্ণ দেহ যেন কঙ্কাল পিশু!

তারিখঃ ২৩ অক্টোবর ২০২১ঃ১২ঃ৫৪পিএম
দারিদ্র্য, স্বপ্নের আবাস।