করোনাতে ঈদ
মোঃ মোস্তাফিজুর রহমান
ঈদ আনন্দ কেড়ে নিছে
মরণঘাতী করোনা,
তাই তো এবার পণ করেছি
ঈদ খুশিতে ভাসবো'না।
চারদিকে আজ মৃত্যুমিছিল
কোনভাবেই থামছে না,
অসচেতন লোকসমাজে
নাই যে মৃত্য ভাবনা।
করোনা তুই যা চলে যা
এই তো করি কামনা।
ঈদ খুশিতে করোনা তুই
আর দিস না যাতনা।
তারিখঃ ০৬ জুলাই ২০২১ঃ০৭ঃ৫৬পিএম
করোনাতে ঈদ, স্বপ্নের বাংলাদেশ।