করোনায় জীবন জীবিকা
মোঃ মোস্তাফিজুর রহমান
করোনার করাল থাবায় স্তব্ধ এখন দেশ
দিনে-দিনে বাড়ছে আক্রোশ কমছে না'তো লেশ।
চাকরি হারা দেশের অনেক শ্রমজীবী ভাই
অন্ন-বস্ত্র বিহীন তারা, বাঁচার উপায় চাই।
গার্মেন্টস শিল্প আমার দেশের অর্থনীতির স্তম্ভ
করোনারই হিংস্র স্রোতে, জাতি আজ হতভম্ব।
মালিকপক্ষ পড়বে প্রচুর ক্ষতির সম্মুখীন
গার্মেন্টস নির্ভর মানুষ গুলোর জীবনপ্রদীপ ক্ষীণ।
দিন আনে দিন খায় যারা, তাদের তীব্র কষ্ট
ফুটপাতের ঐ অনাথ শিশু হচ্ছে যে পথভ্রষ্ট।
ব্যবসা-কড়ি করোনায় আজ উঠে যাচ্ছে লাটে
জীর্ণশীর্ণ ক্ষুধিত-মানব ভিড়ছে রাস্তাঘাটে।
যানবাহনে শ্রমিকদের এখন ঝুঁকিপূর্ণ জীবন
ফেরিওয়ালা, হকারদের আজ কামড়ে ধরছে মরণ।
রিক্সা-ভ্যান চালকের দেখি জরাজীর্ণ দেহ
ফুটপাতের ঐ কামার-মুচির খবর নেই না কেহ।
চা-শরবত ও পান বিক্রেতার দুঃখের অন্ত নাই
রাস্তার পাশে ঝালমুড়ি চাচা ক্রেতা নাহি পাই।
অর্থ সংকটে আনাচে-কানাচে বাউলের করুণ গান
পিঠা বিক্রেতা চাচীর জন্যে কাঁদে না কারো প্রাণ।
তারিখঃ ৩০ জুন ২০২০