করোনা টিকা

মোঃ মোস্তাফিজুর রহমান

করোনা টিকা প্রথম ডোজ
নিয়ে নিছি আমি,
কোভিড রুখতে টিকা নেয়া
কাজটা কিন্তু দামি।

প্রথম সারির তালিকাতে
টিকা পেলো দেশ,
টিকা নিলে নেই সমস্যা
নিয়েই আছি বেশ।

টিকা নিয়ে সেলফি দিছি
প্রচার করার জন্য,
সবাই মিলে টিকা নিলেই
সেলফি হবে ধন্য!

দেশের সবে থাকবে ভালো
করোনা হবে দূর,
টিকার গুণে বাংলার বুকে
আসবে নব ভোর।

আসুন সবাই টিকা নিন
ভয়-ভীতি ফেলে,
করোনাকে বিদায় দিয়ে
দেশকে সাজাই ঢেলে!

তারিখঃ ০৩ মার্চ ২০২১ঃ ১২ঃ০১ এ এম
করোনা টিকা, স্বপ্নের বাংলাদেশ।