করোনা দিয়ে মেরো না'কো
মোঃ মোস্তাফিজুর রহমান
হে মালিক, হে খালিক, করুনা চাই আমি;
মনের খবর, বিশ্ব চরাচর, তুমিই অন্তর্যামী।
করোনা আক্রমণ, কলুষিত দেহমন, এসবে পানাহ্ চাই;
আছো তুমি,হে ভূস্বামী, তোমার সমকক্ষ কেহ নাই।
করোনা এসে, কাঁপছি ত্রাসে , মাফ করো হে প্রভূ;
তোমারই ছাঁয়া, বিনে মায়া, জীবন প্রদীপ যাচ্ছে নিভু।
তোমার সৃষ্টি, সকল কৃষ্টি, নিরাপত্তা তুমি দাও;
করোনা ভাইরাস, করো বিনাশ, মুসিবত তুলে নাও।
তুমি সর্বশক্তিমান, রহিম রহমান, করুনা বর্ষণ করো;
মানব জাতি, সকল জ্ঞাতি, তোমার পদতলে ধরো।
মোদের পাপ, করো মাফ, করোনা দিয়ে মেরো না'কো।
তারিখঃ ০৯/০৩/২০২০