শীত ও কৃষক

মো. মোস্তাফিজুর রহমান

তীব্র শীতে আঘাত হানে
কৃষকের উদোম গায়ে,
প্রফুল্লতায় শীত হার মানে
নিত্য দেখে বঙ্গমায়ে।

সবুজ-শ্যামল নেশা তার
দু'চোখে থাকে ভরা,
মুখে দেবে সবার আহার
তাতেই যে তার ত্বরা।

শীত এসেই বলছে কানে
শোনো হে কৃষক ভাই,
শীতের শোঁশোঁ মধুর গানে
চলো না হারিয়ে যাই।

কৃষক বলে হে ভাই শীত
তোমার কার্য চালাও,
বড্ড বেসুর তোমার গীত
বাঁচতে চাইলে পালাও!

তারিখঃ ২৭ নভেম্বর ২০২৪ঃঃ১০:১১পিএম
শীত ও কৃষক ভাবনা।