ছদ্মবেশী

মোঃ মোস্তাফিজুর রহমান

সাপ আর বৃক্ষ একই রূপ রং
তাই তো বোকা অনেক প্রাণী,
মানুষ-অমানুষ যায় না চেনা
সমাজে জুড়ে তাই হানাহানি।

বৃক্ষ রূপী সাপ এলে বনে
অনিরাপদ সব পাখপাখালি,
অমানুষ যদি মানুষে মিশে
ঝামেলা করে যে খালিখালি।

সাপ ও মানুষ সমান হলে তো
সমাজে টিকাই, হবে যে কঠিন,
ছোঁ-মেরে ওরা করবে ক্ষতি
ব্যক্ত হবে না'কো, রইবে অচিন!

সচেতন হও পদক্ষেপ নাও
সাপ ও বৃক্ষের ফারাক বুঝো,
নিরাপদ জীবন গড়তে সদাই
মানুষেতে ভাই অমানুষ খুঁজো।

তারিখঃ ১৫ মার্চ ২০২১ঃ০৪ঃ১১পিএম
ছদ্মবেশী, স্বপ্নের বাংলাদেশ।