কার্টুন সমাচার
(শিশুতোষ সচেতনতামূলক ছড়া)
মোঃ মোস্তাফিজুর রহমান
কোমল মতি অবুঝ শিশু
কার্টুন দেখে রোজ,
কার্টুন-ফাটুন দেখে তারা
করতে ভুলে ভোজ।
মোটো-পাতলু, চাচা-ভাতিজা
শিবা, বাল-বীর;
গোপাল ভাঁড়, নাট-বল্টুতে
থাকে শিশুর ভীড়।
কার্টুন দেখে কোমল শিশু
পড়াশোনায় ভার,
ভেস্তে গেলে আগামী দিন
জাতির দায়ভার।
তারিখঃ ০২ জানুয়ারি ২০২১ঃ১১ঃ২০পিএম
কার্টুন সমাচার, স্বপ্নের বাংলাদেশ।