সবুজের অভিযানে আসুন বৃক্ষরোপণ করি-------

বৃষ্টি ও বৃক্ষ

মো. মোস্তাফিজুর রহমান

একপশলা বৃষ্টি এসে
ভেজালো পত্র পল্লব,
ভ্যাপসা গরম দূরীভূত
আসবে সবুজ বিপ্লব!

বৃষ্টি পালালে ব্যথিত বৃক্ষ
বৃষ্টিকে আবার ডাকে,
ব্যথার কান্না তাইতো ঝরে
পাতার ফাঁকে ফাঁকে।

হাতছানি দেয় বৃষ্টির মা
আকাশ পানে ভেসে,
কেঁদো না, বৃক্ষ বাড়াও
আসবো নিত্য হেসে!

ভিজবে রোজ মৃৎ ও সবুজ
সমৃদ্ধিতে ভাসবে ধরা,
লাঘব হবে রুক্ষতা ঝঞ্ঝার
থাকবে না আর খরা!

তারিখ: ২৭ জুন ২০২৩ঃঃ০৩:৫৮পিএম
বৃষ্টি ও বৃক্ষ, সবুজের অভিযান।