বর্ষার বিলাপ
মোঃ মোস্তাফিজুর রহমান
বর্ষা এলো দুঃখ নিয়ে
দিনমজুরের ঘরে,
কামাই রুজি বন্ধ এখন
ঘরেও পানি পড়ে।
মনের কষ্ট বুকে চেপে
গরীব-দুঃখী চলে,
বৃষ্টি তাহা গুনগুনিয়ে
সারা দেশে বলে!
শুনেছো ভাই বিত্তশালী
ছিন্নমূলের বিলাপ,
তাদের নীড়ের ঐ হাহাকার
আমার আত্মবিলাপ।
বর্ষা আমি ঝরে পড়ি
বৃষ্টি হয়ে রোজ,
বঞ্চিতদের মিলে কী? ভাই
নিত্যদিনের ভোজ।
তারিখঃ ১৯ জুলাই ২০২১ঃ১২ঃ২৪পিএম
বর্ষার বিলাপ, স্বপ্নের বাংলাদেশ।