ভেঙে পড়া বারণ
মোঃ মোস্তাফিজুর রহমান
জীবন জুড়ে আছে সবার
সুখ-দুঃখের চারণ,
ভেঙে পড়লে চলবে না'তো
ভেঙে পড়া বারণ!
শক্ত হাতে করুন আজ
মন্দের অপসারণ,
বিজয়ী যে হতেই হবে
নাই'তো হারার কারণ।
ঝড়-ঝঞ্ঝা শত আঘাত
বুকে করে ধারণ,
অগ্নি বেগে যাও এগিয়ে
করে স্বপ্নচারণ!
বাঁধা বিঘ্ন দু’পদে পেশে
দীপ্ত পদচারণ,
অবাক নেত্রে দেখবে সবে
করবে স্মৃতিচারণ।
পাহাড় সম ব্যথা ভালে
হলেও নির্ধারণ,
একরত্তি টলবে না'কো
না করে নিবারণ।
নিত্য-নতুন কষ্টের তুমি
খুঁজো নব কারণ,
ভেঙে না পড়ে জাগ্রত হও
ভেঙে পড়া বারণ!
তারিখঃ ০৩ মার্চ ২০২২ঃ১৩:০৭ এএম
ভেঙে পড়া বারণ, স্বপ্নের বাংলাদেশ।