বঙ্গবাজার ট্রাজেডি

মোঃ মোস্তাফিজুর রহমান

ভোরে সেদিন আগুন এসে
স্বপ্ন নিলো কেড়ে,
মস্ত বড় অগ্নি শিখা
লাফিয়ে উঠলো তেড়ে।

বঙ্গবাজার আগুন জ্বলে
পুড়লো কতো ভাগ্য,
রঙিন স্বপ্নের বসন গুলো
মুহূর্তে অযোগ্য।

টাকা-বসন-আবাসন সব
নিমেষে কালো ধোঁয়া,
যাহাতে ছিল শ্রমিক-মালিকের
ভালোবাসার ছোঁয়া।

আগুন নিভাতে ব্যস্ত ছিলো
সাধ্যমতো সবাই,
ফায়ার-পুলিশ-আনসার-সেনা
স্বেচ্ছাসেবী ভাই।

বিপদ এলে লড়তেই হবে
কাজ যে এটা সবার,
দৃঢ় মনোবলে তবেই দেশটা
ঘুরে দাঁড়াবে আবার।

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তরা পাক
ঘুরে দাঁড়াবার শক্তি,
এহেন মিনতি জানাই প্রভু
তোমাতে রচিয়া ভক্তি।

তারিখঃ ০৬ এপ্রিল ২০২৩:০৫ঃ৫৪এএম
বঙ্গবাজার ট্রাজেডি, অগ্নিকাণ্ড।