বানের জলে ভাসে
মোঃ মোস্তাফিজুর রহমান
দু’চোখ মেলিয়া এক পলকে
শুধুই দেখি পানি,
লড়াকু চাষী উঠিবে কোথা?
তাহা'কী! মোরা জানি?
বন্যায় আজ সব হারিয়ে
আশ্রয়হীন তারা,
না পেলে ঠাঁই, ডুবে ও ভেসে
জলেই যাবে মারা।
সঞ্চিত ধন ভেলায় ভাসে
আর তো কিছু নাই,
স্ত্রী-সন্তান কোথায় গেল?
পেলো কি কোন ঠাঁই?
ক্ষুধাতৃষ্ণায় বদনে তার
জাগে কালিমা রেখা,
বানের জলে ভাসে কাঙাল
কপালে কষ্ট লেখা।
হাতের লাঠি পথের দিশা
দৃষ্টি দূর আকাশে,
দয়ার হাতটি কে বাড়াবে?
কেহ'কী! আছে পাশে?
তারিখঃ ১৯/০৭/২০২০
বানের জল ভাবনা, স্বপ্নের বাংলাদেশ।