বন্ধদৃষ্টি
মোঃ মোস্তাফিজুর রহমান
দৃষ্টি তোমার বন্ধ করে
রাখবে কত কাল,
পূব দিগন্তে সূর্যটা আজ
মা'য়ের রক্তে লাল!
কাক-শকুনের সদৃশ যেন
তাদের টানাটানি!
বাংলার জমিন সিক্ত করে
বোনের চোখের পানি।
খান সেনাদের মত তারা
হানছে যে আঘাত,
এখন সময় উপড়ে ফেলো
তাদের ঐ বিষদাঁত!
তারিখঃ ০৯/১০/২০২০ঃ১২ঃ০৩পিএম
বন্ধদৃষ্টি, স্বপ্নের বাংলাদেশ।