বাবা
মোঃ মোস্তাফিজুর রহমান
বাবা তুমি মায়ার আঁচল
সিজদা তুল্য কাবা,
তোমার জন্যই জীবনে কখনো
আসেনি কালো থাবা।
হাঁটতে শিখি তোমার হাতে
ঘুমাই তোমার বুকে,
শত কষ্টের মাঝেও তুমি
আমায় রেখেছো সুখে।
বাবা তুমি আমার জীবনে
রণক্ষেত্রের ঢাল,
বাবা তুমি মেঘলা আকাশে
আমার নীড়ের চাল।
তোমার শ্রমে অন্ন-বস্ত্র
তুমি আমার প্রেরণা,
আমার সুখে সহিলে তুমি
রোদ-বৃষ্টির যন্ত্রণা।
হাজার বছর বাঁচো বাবা
আগলে রেখো বুকে,
মাকে হারিয়েছি তুমিই মা
কখনো যেও'না রেখে।
তারিখঃ ২১/০৬/২০২০