অস্পর্শ আলেয়া

মোঃ মোস্তাফিজুর রহমান

আমি অপলক দৃষ্টে তাকিয়ে আছি
তোমার নীলাভ বদনে
সূর্যের সোনালি আলো সেথায় দীপ্তিময় আভা দিচ্ছে!

তেল চিটচিটে ত্বকে যেন প্রকৃতি আছড়ে পড়ছে,
আমি প্রকৃতিরই এক অতি লিপ্সু কীট,
কি করে পারি? তোমার, সেই মৌনতা থেকে মুখ ফিরিয়ে নিতে।

আমারও ডুব দিতে ইচ্ছে হয়
কিন্তু না, তুমি শুধু আমার অনুভবের আয়না।
তুমি তো সেই অস্পর্শ আলেয়া, হঠাৎ এককানি আলো।

এ অস্পর্শ ফারাক তোমাকে-আমাকে আরও প্রগাঢ় করবে
স্বপ্নীল সোপানে আবদ্ধ রেখে।

ঐশী আশীষ জানাই প্রিয়তমা,
ভালো থেকো, হে অস্পর্শ আলেয়া!

তারিখঃ ০৩ অক্টোবর ২০২১ঃ০৯ঃ১৪পিএম
অস্পর্শ আলেয়া, স্বপ্নের এক আঁধার।