কবিতাটি একাত্তরের বীর সেনানী মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করা হলো, এখানে আমি বলতে মুক্তিযোদ্ধাদের বুঝিয়েছি।

আমি বাংলার বিজয় নিশান

মোঃ মোস্তাফিজুর রহমান

বাংলার মাটি বাংলার আকাশ অনেক ভালোবাসি
তাই তো আমি বাংলার কোলে বার-বার ফিরে আসি।

বাংলার গগণে সাদা মেঘ হয়ে উড়তে আমি চাই
এমন অপরূপ রূপের রানী দুনিয়ায় নাহি পাই।

আমি বাংলার মেঘমালা বাতাসে থাকি মিশে
বৃষ্টি হয়ে ঝরে পরি আমি সোনালী ধানের শীষে।

আমি বাংলার রূপালী নদী, মায়ায় ভরা স্রোত
আমি বাংলায় ঝাঁকে ঝাঁকে উড়া শান্তির কপোত।

বাংলায় আমি ছুটে চলা, মুক্তি নৌকার পাল
আমি পরাধীনতায় রুখে দাঁড়ানো মুক্তিযোদ্ধার ঢাল।

আমি বাংলার জমিনে ফলা সবুজ শষ্যের মেলা
দুরন্তপনায় মেতে উঠা আমি বাংলার কাবাডি খেলা।

আমি বাংলার দিগন্ত জুড়ে ফসলের খোলা মাঠ
আমি নববধূর পরশে উতলা সান-বাঁধানো ঘাট।

আমি বাংলার পুষ্প কানন, সুস্বাদু আমের আঁটি
আমি দামাল ছেলের রক্তে রঞ্জিত একাত্তরের মাটি।

আমি বাংলার প্রতি ধূলিকণায় সোনালী দিনের আলো
আমি উড়াতে চাই বিজয় নিশান মুছে দিয়ে সব কালো।

তারিখঃ ২৭/০৮/২০২০,রাত ১২ঃ৫৪এএম
আমি বাংলার বিজয় নিশান, চট্টগ্রাম, স্বপ্নের বাংলাদেশ।