আম কুড়ানো
মোঃ মোস্তাফিজুর রহমান
ধমকা বাতাস ঝড়-তুফানে
আম বাগানে যাই,
কাঁচা-মিঠা আম পড়েছে
কুড়িয়ে নিবো তাই।
আম বাগানে গিয়ে দেখি
খেলার সকল সাথী,
ঝড়ের মাঝে আসছে চলে
না পোহাতে রাতি!
তাদের পেয়ে সবাই মিলে
খেলা শুরু করি,
আম-কুড়ানো নাচের তালে
অন্যের ঘাড়ে পড়ি।
খেলা হলো আমও এলো
এবার ঘরে ফেরা,
ছেলেবেলার দিন যে ছিলো
দুষ্টুমিতে সেরা!
তারিখঃ ২৪ এপ্রিল ২০২১ঃ০১ঃ৫৩পিএম
আম কুড়ানো, স্বপ্নের বাংলাদেশ।