আল্লাহ ভরসা

----------------মোঃ মোস্তাফিজুর রহমান

আমি নিঃস্ব
                  আমি সিক্ত,
তাঁর বিরহে
                  আজ বড় তিক্ত।

তিনি আমায় করেছেন সৃজন
তিনি তো চিরস্থায়ী পরম সুজন।।

তাঁর সাথে কেউ
                 দিতে পারে কি পাল্লা?
তিনি আর কেউ নন      
                 তিনি মহাপরাক্রমশালী আল্লা।।

ভুল করি আমি
                 চাই সদা পানাহ,
করুণা চাহি নিত্য
                 আমি ষোল আনাহ।

নত আমি তাঁহারই সত্তায়
                 করি সর্বদা ভক্তি,
নানামুখী প্রতিকূলতায় আমার
                 মহান আল্লাহ একক শক্তি।।

তারিখঃ ১৪ মার্চ ২০২৩ঃ৩:১০পিএম
আল্লাহ ভরসা, আল্লাহ সহায়।।