মাতৃগর্ভে ছিলেম যখন নি:সঙ্গ ও নির্জনতায়
মনুষ্য প্রেমে কাটাতে ক’দিন এসেছি এ ধরায় ।
পৃথিবীতে নি:সঙ্গতা নেই; নেই নির্জনতাও মাতৃগর্ভের মত
কঠিন বাস্তবতায় মুখোমুখি হয় জীবন এখানে শত ।
জীবনের প্রয়োজনে পৃথিবীতে শুধু্ই কোলাহল
সকলেই ব্যস্ত এখানে পাওয়ার আকুলতায় অবিরল ।
পৃথিবীর কোলাহলে এতদিন জেনেছি জীবনকে
তাই মরণের কাছে করেছি সমর্পণ; কারণ ভালবাসি মরণকে
নি:সঙ্গতাই উৎকৃষ্ট জীবন; ভালবাসি কবরের অনন্ত নির্জনতা
ছেড়ে যেতে চাই নির্লিপ্ত পৃথিবীর সঙ্গতা ।।