মানুষেরে ভালবেসে মানুষ
দিতে পারে জান, দিয়ে দেয় জান
বিধাতারে ভালবেসে দেয় গরু কোরবান
শুধু একখান;
সে মুসলমান, সে মুসলমান ।।

মাইনষেরে মানুষ দেয় সাধু প্রেম,
হৃদয় নিংড়ানো, নিখাঁদ, অক্ষয়;
বিধাতারে বাসে ভাল লোক দেখানো; কপট হৃদয় ।
কি এমন করে তার কি এমন কাম ?
সে মুসলমান, সে মুসলমান ।।