১৫ আগস্ট- কলংকময়; রক্তস্নাত দিন,
আঠারো বুলেটে বিদ্ধ লাশের স্মৃতি
সত্যি ভূলে থাকা কঠিন ।
ধুলিকণাসহ বাংলাদেশের গগন - গিরি - নদে,
কেউ ভোলে, কেউ ভোলেনা;
কেউ দুঃখ লয়ে কাঁদে II
ভক্ত হৃদয়ে বসতি তাঁর এটেঁছে বজ্র গেরো,
ভূলিবে কে? ভূলিবে কেন? সাধ্য কি আছে তারো ?
মানবিক সদা মানবের তরে মানুষেই তন্ময়,
তিনি মৃত্যুঞ্জয়ী, অপরিবর্তী, অব্যয়, অক্ষয়।।
15 August, Mirpur