আজকে আমার সকাল বেলায়
কাব্য লেখার ক্ষণে
জাগলো তোমার মুখটি সখা
আমার হিয়ার কোণে ।
ড্রয়িং রুমে তোমায় ভেবে
একলা কিছুক্ষণ
বারেক দেখি বাহির পানে
উদাস আমার মন ।।
উচাটন মন যে আমার
থাকতে চায় না গৃহে
মাতাল হাওয়ায় ভর করে যায়
তোমার কাছে প্রিয়ে ।।
কিছুতেই কাটে না এ ক্ষণ
কি করি কি করি এখন ?