তুই কি বিরাট ধনী হবি?
কম সময়ে অল্পায়াসে
হাজার কোটি টাকার মালিক
আঙ্গুল ফুলে এক কলাগাছ।
তুমি তো ভাই অভাবগ্রস্ত, অনাথ, ফকির
চোখ দুটো তো কোটরাগত
জীর্ণশীর্ন দেহ শরীর
পেট ঠেকেছে পিঠের কাছে
এবার তোর বিরাট সুযোগ। আচ্ছা নিবি?
তুই কি বিরাট ধনী হবি?
তুই কি জানিস এক কারবার
হাত বাড়ালেই টাকার খনি
হকার বেকার টাকার পাহার।
তুই কি জানিস এক শহরে
আলাদিনের চেরাগ জ্বলে
টাকা উড়ে ক্যাসিনোতে
বাসা, বাড়ী, ক্লাব, আপিসে।
তুই যদি চাস রাখবি টাকা
বস্তা, ব্রিফকেস, আলমারিতে
মানি কাউন্টিং মেশিন দিয়ে
রাত বিরাতে গুনবি টাকা
সময় এবং শ্রম বাঁচাতে।
কম সময়ে টাকার পাহার
রাখার জায়গা ফুরিয়ে গেলে
ভাসিয়ে দিবি নদনদীতে
বস্তা কিছু গ্রাম বাড়িতে
পাঠিয়ে দিবি।
তুই কি বিরাট ধনী হবি?
তুই কি বাড়ীর মালিক হবি
আলিশান ফ্লাট, অট্রালিকার
'খাবি দাবি কলকলাবি'
দিনের বেলায় ঘুম পারবি
সন্ধ্যা হলে হাই তুলবি
রাতের বেলা ক্লাবে যাবি
কোটি টাকার হ্যারিয়ার চড়ে
দাপিয়ে শহর ঘুরে বেড়াবি
ভয় দেখিয়ে, ল্যাং মারিয়ে
ইচ্ছেমতো চাঁদা তুলবি।
তুই কিরে তোর কান্না দুঃখের বিদায় দিবি
মধ্যরাতে ক্ষুধার জ্বালায় কান্না শিশুর
দারুন অভাব, কষ্টগুলি বিদায় দিবি?
তুই কিরে তোর সুখের দিনে বউয়ের হাতের
নিটল পরশ পর্শ নিবি?
তুই কি পথের ফকির থেকে
মাত্র বছর ব্যবধানে
কোটি কোটি টাকার মালিক বনে যাবি?
তুই কি জানিস ঢাকা শহর টাকার শহর
বাংলাদেশের রাজধানীতে
অলিগলি সবখানেতে
হাত বাড়ালেই টাকার খনি। হাত বাড়াবি?
তুই কি বিরাট ধনী হবি, ধনী হবি?
..................
মিরপুর, 26 সেপ্টেম্বর 2019