পাহাড়ী মেয়ে- ত্রিপরা ! ওগো!
কেমন আছো তুমি? ভাল আছো তো ?
কতদিন তোমাকে দেখার অদম্য ইচ্ছে
মনের কোণে রেখেছি পুষে
প্রতিদিন, প্রতিটি পল-অনুপল
আমি তো তোমাতেই আছি ডুবে ।
প্রতিনিয়ত তাকিয়ে থাকি পলকহীন আমার দুয়ারে
তোমার সুদীপ্ত মুখচ্ছবি দেখব বলে মন তোলপাড় করে ।
কাঁটাতারের বেড়ায় আবদ্ধ আছি তবু
প্রতিনিয়তই বাড়িতেছে সুখ
এই তো কদিন পরেই দেখা হবে পরস্পরের মুখ ।
ভালবাসার গান গেয়ে পাহাড়ী-নিশি-ঘুমে শয়নে পাশে
সম্ভব হলে আমরা একাত্ম হবো অথৈ অনন্ত উল্লাসে ।
পাহাড়ী ভূমিতে নামুক বন্যা, প্লাবিত হোক তোমার বুক
ওগো ভূবন ভুলানি রূপবতী মেয়ে ভালবাসি তোমায় আমি যুগযুগ ।
তুমি আছো অনুক্ষণ আমার রক্তে, কোষে, মননে, মগজে
তুমি আমার ভালোবাসার পাহাড়ি মেয়ে,
তোমাকে যে ভালবাসি আমি- আমারই গরজে ।
সবুজ পাহাড়ী মেয়ে সুধা্ইও তুমি অতিশয় তৃপ্তস্বরে:
”এসো হে ভিনদেশি কবি-
এই মধুময় সম্মেলন চিরস্বরণীয় করি।”
সম্পাদনায়: বাংলা কবিতা স্মারক