“উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা” -যখন ঘোষণা করা হলো
প্রতিবাদ করেছিল দুজন;
বলেছিল “না, না, না।”
মাতৃভাষার স্বাধীনতার জন্যে–
একশ চুয়াল্লিশ ভেঙ্গেছিল তারা
সেদিনও তারা মৃত্যুর মিছিলে গিয়েছিল
ঢাকার পিচঢালা পথ রঞ্জিত করেছিল
তাদের বুকের তাজা রক্তে ।।
তারা ছিল তোমাদেরই বড় ভাই ।।
বাংলা ভাষা বাঁচাতে তারা রক্ত দিয়েছে,
জীবন করেছে নাশ ।
লেখা আছে ঢাকার রাস্তায় তাদের প্রতিবাদ ইতিহাস ।।
তোমরা তাদেরই রক্ত, তাদেরই শিষ্য,
আদরের ছোট ভাই
তাইতো তোমরা স্লোগানে বলো ”নিরাপদ সড়ক চাই” ।।
স্লোগানে স্লোগানে মুখরিত কর ছাড়িসনে রাজপথ
হবেই হবে হতেই হবে সড়ক নিরাপদ ।।
মনে রাখিস -
কাঞ্চন কত কাঁদল শত হয়নি কোন ফল
তোরাই এবার পারবি রে ভাই তোরা ছাত্রদল ।।
তোদের জন্যেই আজকে মোরা বাংলায় কথা বলি
তোদের জন্যে এবার যাতে নিরাপদে পথ চলি ।।