সুবিশাল পৃথিবীর বুকেতে একি !
প্রকৃতির বৈপরীত্য ঘটিতে দেখি ।
এক দেশে রাত যখন দিন অন্য দেশে
ঘটিতেছে সদা হেন অহর্নিশে ।।
অবনীর এক দিকে বর্ষার বান
অন্যদিকটা তখন রোদে-পূড়ে খান ।।
একদিকে যখন এর মেঘেরা ভাসে
অপর প্রান্তে তখন সূর্যটা হাসে ।।
মানব জীবনেও ঘটিছে তেমন
প্রকৃতির বৈপরীত্য ঘটিছে যেমন ।।
কেউ সুখী কেউ দু:খি মানবের মাঝে
কেউ পায় সব আর কেউ মরে খুঁজে ।
এসবই সৃষ্টির স্রষ্টার লীলা
এসবেই মগ্ন তিনি করিছেন খেলা ।।