চাঁদের জোসনা রূপ, আহা কি অপরূপ
পল্লী রাতের বুকে দখিনা বায়,
সবুজ গাছের ডালে, চৈতি হাওয়ার তালে
সুরে সুরে গুনগুনিয়ে পাখিরা গায় ।।
পাখির গানের সুরে, সুদুর দিগন্তরে
হারিয়ে যায় মন অপার খুশিতে,
বিকেলের রোদ্দুরে, শান্ত নালার পাড়ে
স্বপ্নিল আবেশে মন হাওয়ায় মাতে ।।
গাঁয়ের মেঠোপথে, হাঁটিতে শারদ প্রাতে
পুলক জাগে আহা শুন্য বুকে,
চারিদিকে কত রং, প্রকৃতির কত ঢং
আকাশ মাখে রং লাল, নীল, ফিকে ।।
তার চেয়েও কত রং, কত সং কত ঢং
লাল, নীল, সবুজ আর ঝিলমিল বাতি,
নেই আকাশে চাঁদ, নেই রূপের ফাঁদ
ঘন মেঘে ছায় যেন ঢাকার রাতি ।।
স্মৃতিতে মুখ রাখি, গাঁয়ের সে রূপ দেখি
স্মৃতির পরশে তবু পাই কিছু সুখ,
জাঁকজমক আছে, এ শহরে সব আছে
গভীর বিরাগে তবু ভরে থাকে বুক ।।
বি:দ্র: বাংলাদেশ গ্রামের দেশ । এ দেশের গ্রামগুলি প্রকৃতির অপরুপ শোভায় শোভিত । আমার ছেলেবেলা কেটেছে গ্রামে। গ্রামের অপরুপ শোভা প্রাণভরে উপভোগ করতাম। এখন ঢাকার শহুরে জীবনেও বার বার পল্লীতেই ছুটে যায় মন । ছেলেবেলার স্মৃতি রোমন্থন করে আজকের এই কবতিাখানি I------১৯. ০৭. ২০১৯, মিরপুর -------