আজকে আমার স্বপন মাঝে
এসেছিলে তুমি বঁধুর সাজে
দেখিনু তোমার মধুর মুরতি
আহা যেন কি চাঁদের জ্যোতি
রহিনু চেয়ে তোমা পানে তাই-
ফুটিয়া নলিনী সলিল মাঝে ।।
যেন চাঁদ হয়ে দূর আকাশে উঠি
কিরণে দিলে মোর তন্দ্রা টুটি
ঘুমিয়ে ছিলাম আমি নিরজনে
জাগালে তুমি শুধু অকারণে
প্রেম দিয়ে কেন রাঙলে হৃদয় ?
কাটিল নিশি সরম ও লাজে !!