জ্ঞানের আলো দাও জ্বালিয়ে
আমার জীবন ভর,
দূর করে দাও হিংসা-দ্বেষ-পাপ
সাফ করো অন্তর ।
আলোয় আলোয় চলতে পারি
জ্বালিয়ে জ্ঞানের আলো
ওহে মা’বুদ দুর করে দাও
অন্ধকারের কালো ।
আমি হলাম কোমল শিশূ
করছি নিবেদন
স্বার্থক করো জন্ম আমার
ধরায় আগমন ।।