দেখছ শিশু হাসছে কেমন সোহাগমাখা
তার বদনে পুস্পকলির রং য়ে আঁকা ।
অন্তরে তার ভালোবাসার পরশ সুধা
নয়নে তার সাধ যে দেখার তীব্র ক্ষুধা
জানার শত কৌতুহলে মন যে ভরা
অবাক চোখে রয় তাকিয়ে দিশেহারা
পুড়ে যাবার ভয করে না ধরে অনল
জল ভেবে পান করে সে তিক্ত গরল
ভূজঙে্গও ডর করে না দেখে হাসে
ধরতে তারে ছুটে পিছে মুগ্ধাবেশে
পাখির গানে হতচকিয়ে বনেন্দ্রীয়
বজ্রপাতেও সুপ্ত তার জ্ঞানেন্দ্রীয়
বিস্ময়ে চায় দূর গগনে নয়নমেলে
মিটত সুধা দুরাকাশের চাঁদটা পেলে
সাধ জাগে হই শিশুর মত পূণর্বার
যেমন বৃক্ষশাখে নব কিশলয় কলেবর ।।