শেষবার তোমায় যখন দেখেছি
অলংকার বিনে ছিলে কী যে  রূপসী ।।

কি সুন্দর বেশভূষা
আহা কি কেশ !!
ছিল না গলেতে হার
তবুও তো বেশ ।।

কপালে ছিল না টিপ
তাতে কি ক্ষতি ??
দুল ছাড়া কান দুটি
ছিল তো অতি ।।

কাজল ছাড়া চোখ ছিল
কি চমত্কার,
সফেদ হাসি ছিল
বদনে তোমার ।।

আবীর রঙ্গে রাঙ্গা
কপোল দুটি
কামনার সুধা মাখা
অধর দুটি ।।

স্নিগ্ধ শরীর যেন
প্রভাত আকাশ
যৌবনের ঘনঘটা
দেহেতে প্রকাশ ।।

সেই ক্ষণে বাসনা
জেগেছিল মনে
রাখিতে তোমায়
আমার বাহুবন্ধনে ।।

সেইথেকে তোমাকে
দেখিনা তো আর
অনেক দিন কেটে গেল
অনেক বছর ।।