হরহামেশায় ঘটছে সড়ক দুর্ঘটনা
দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থামছেই না।
নির্মমতার হচ্ছে বলি হাজার প্রাণ।
ছাত্র, শিশু, মিশুক মুনির, বৃদ্ধ, জোয়ান
কেউ বা বাঁচে পঙ্গু হয়ে আহারে !
বোঝা হয়ে কষ্ট বাড়ায় সংসারে ।
কে বা কোথায় মরবে কখন কে জানে ?
তাই বলে কি মৃত্যু হবে প্রায়ই যানে ?
নিত্য কেন ঘটছে এমন দুর্ঘটনা ?
কেউ জানো কি? কেউ জানে না কেউ জানে না ।
অবহেলা, অযত্ন আর প্রশাসনের দায়হীনতা,
বিআরটিতে দুর্নীতি আর ট্রাফিক আইনের দুর্বলতা ।
সচেতনতা-প্রশিক্ষণের বড়ই অভাব,
আছে পাল্লা দিয়ে গাড়ী চালার মূর্খ স্বভাব ।
আইন-কানুন মানছে না কেউ বেপরোয়ায়
শাস্তির বিধান যৎসামান্য পার পাওয়া যায় ।
অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকেন
আইনের নানা ফাঁক-ফোকরে বের হয়ে যান ।
যানবাহনের বেপরোয়া গতিতে
আছে কি কেউ একজনও ভাই স্বস্তিতে ?
ত্রূটিপূর্ণ যানবহনে সড়ক ভরা
লাইসেন্সবিহীন যানবহনও সংখ্যা ছাড়া ।
এসব কারণ, দুর্ঘটনায় হচ্ছে মরণ যানবহনে
অকালে আর ঝরবে কত ফুলের মতো ফুল বাগানে ??