বাংলাদেশের শহীদ মিনার
দাঁড়িয়ে আছে শক্ত
ইট, সুঁড়কি, পাথর, বালি
আর যে আছে রক্ত ।
রফিক, শফিক, বরকত, সালাম
আরও কতকজন
বাংলাভাষার জন্যে কত
লড়লো মরণ পণ ।
বাংলাভাষার জন্যে তারা
জীবন দিলো অকাতরে
তাইতো তাদের স্মৃতি ভাসে
প্রতি শহীদ মিনারে ।
শহীদানের রক্তে গড়া
এই যে শহীদ মিনার
প্রতীক যেন সেই শহীদের
বুকে বুলেট হানার ।
কুর্দীপরা উর্দূভাষীর
বুলেট সেলের আঘাত
সেই আঘাতের শহীদ মিনার
প্রতীক চপেটাঘাত ।
শহীদ ভায়ের রক্তে গড়া
এই মিনারের ইট
চোখ রাঙ্গীযে দেখছে যেন
পাকিস্তানী কীট ।
এই মিনারের প্রতি ইটে গাঁথা
আছে যত রক্ত দানের কথা ।
প্রতিমাসের ফেব্রুয়ারীর
একুশ তারিখ এলে
শহীদ মিনার তাই তো ভরে
হাজার ডালা ফুলে ।
সেই ফুলেতে শহীদ মিনার
রঙীন হয়ে হাসে
বাঙ্গালীরা তাইতো সবাই
আনন্দেতে ভাসে ।।