সাধ জাগে মা সুর্য্য হয়ে
ধরায় আলো দেই ছড়িয়ে
চন্দ্র হয়ে রাত নিশিথে
নিত্য জাগি তারার সাথে ।।
সাধ জাগে মা ঝর্ণা হয়েে
আপন মনে ঝড়ে পড়ি
রুক্ষ দিনে দুর গগনে
মেঘ হয়ে বৃস্টি ঝড়ি ।
সাধ জাগে মা পথের মত
পড়ে থাকি মাটির বুকে
চলবে পথিক শত শত
আমার বুকে পরম সুখে ।।
সাধ জাগে মা ধুলি হয়ে
পড়ে থাকি তোমার ঘরে
সকাল সাঁঝে খেলবে শিশু
মিটবে সুধা ফিরবে নীড়ে ।।
সাধ জাগে মা পাখির মত
মনের সুখে মধুর সুরে
গান গেয়ে যাই ডালে ডালেে
এই ধরনীর সবার তরে ।।
সাধ জাগে মা শিশুর মত
ঘুমিয়ে থাকি তোমার বুকে
তোমার হাতের মৃদু পরশ
লাগবে বুকে সাঁঝ-সকালে ।।
সাধ জাগে মা নদীর মত
সাগর পানে চলি ধেয়ে
মিটবে তৃষা সবার মনের
আমার বুকের জল পিয়ে ।।
সাধ জাগে মা প্রদ্বীপ হয়েে
আঁধার রাতে পথিক সাথে
চলবো পথে পথ দেখিয়ে
আলোক দিয়ে নিত্য রাতে
সাধ জাগে মা হাসি হয়ে
সবার মুখে রই ছড়িয়ে
দুর্দিনে কি দু:খের দিনে
সুখ যখন যায় ফুরিয়ে ।।