সাদা মনের মানুষ যারা
সাদা তাদের চিত্ত
পরের ভালোর জন্যে তারা
থাকেন সদা মত্ত ।

পরের ভাল করতে গিয়ে
নিজের অনেক করেন ক্ষয়
এটাই তাদের ব্রত এবং
এটাই তাদের মনের সায় ।

লেনদেন আর চালচলনে
ভঙ্গি সহজ সরল
মেলামেশা, কথাবার্তায়
নাই তিক্ততা গরল ।

কেউ ঠকেন না তাদের দ্বারা
নিজেই ঠকেন পরের দ্বারা
হন না তবু দিশেহারা
সাদা মনের মানূষ তারা ।।