কারে ভূলে কারে তুমি করিছ স্মরণ
রং রুপের মোহ মায়ায় কাটিছ ক্ষণ
কি লোভের বশবর্তী অন্ধ অনুক্ষণ
বেকুফের মতো কর জীবন যাপন
কামজ প্রেমে মজি সঁপি দেহ মন
কারে নিয়ে কাব্য-গান নিতই রচন
কত রুপ লাবন্য নিত্য দাফন
নিয়ে শুধু এক ফালি সফেদ কাফন
সুশ্রী-সৌন্দর্য্যে ভরা পুষ্প কানন
সময় হলেই পরে তারাও বিরান
শ্রীহীন হবে তো কালে সেই প্রিয়জন
ওরে মন ! সাবধান, সাবধান।।