ছাত্র তোমায় বলছি এবার শোন
ঘূণে ধরা সমাজটাকে এবার আঘাত হানো ।।
তোমার জায়গায় আছে যারা
তারা বড় অযোগ্য
সমাজটাকে চালিয়ে নিতে তারা বড় অদক্ষ ।।
ভেংগে ফেল অযোগ্য আর
অদক্ষদের আস্তানা
নইলে সমাজ ভেস্তে যাবে রইবে না তার নিশানা ।।
স্বার্থপরের সমাজটাকে
গড়তে হবে আরেকবার
”বাসযোগ্য সমাজ চাই”- সময় এখন এই ভাবার ।।
এ সমাজে দূর্নীতি আর
খুন-ডাকাতি হচ্ছে বেশ
অশিক্ষা আর কুশিক্ষাতে ভরে গেছে গোটা দেশ ।।
সময় এখন এসব থেকে
সমাজটাকে রক্ষার
ছাত্র যারা পারবে তারা আর কে আছে পাবার ??