আষাঢ়-শ্রাবণ মাসে কখন যে বৃষ্টি আসে
সেদিকেই থাকি সচেতন
বর্ষার বৃষ্টিতে মানুষ না ভিজে যাতে
সেদিকেই থাকে মোর মন ।।
গ্রীষ্মের দুপুরে রোদে যেন না পুড়ে
আমার ভাবনা প্রতিক্ষণ
পথিক আমারে বিনে যায় না কোনখানে
সাথে রাখে মোরে সারাক্ষণ ।।
দুর্যোগে সহযোগী সদা মানুষের লাগি
এতেই সার্থক জীবন
জন্মিয়া ভবেতে থাকিলাম এ সবেতে
এতেই হোক না মরণ ।।
মানুষেরে ভালবাসি, মানুষের পাশে থাকি
না চাই কোন প্রতিদান
লাভ-লোভ না ভাবি মনে দ্বিধা না রাখি
এমনিতেই করে যাই দান ।।
শোন হে মানব জাতি কেন করো হিংসে ক্ষতি
ভাইয়ে ভাইয়ে তবে
মানুষে মানুষে বেশ ভূলে যাও হিংসে-দ্বেষ
কল্যাণকামী হও ভবে ।।