২০।
শরাব পানের নেশা দেখে নানা আলী বর্দী খান
বললেন-“সিরাজ ! আজ থেকে আর মদির শুরা করবে না পান।”
”হে নানাজি করব না পান”-কুরআন ছুঁয়ে কন সিরাজ
সেই থেকে আর খাননি শুরা, তবু কেউ তার গীবত গান ।।

১৯।
মীর মর্দানের মৃত্যু শুনে হতবিহ্বল বেশ নবাব
বুকে ছিল ব্যথার পাহাড়, দিশেহারা লা জবাব
অর্ধ লক্ষ সেনা তবু, বিস্ময়কর এই পরাজয়
আপনজনের ষড়যযন্ত্র, হায়, স্বজনের নাই স্বভাব !!

১৮।
তোমাদের কি হবে- তাই ভেবে এ ব্যকুল মন
লুৎফা বলে, “তাই হবে আছে যা মোদের ভাগ্যে লিখন”।
সিরাজ বলে, “মরি যদি ওদের হাতে এই আমি?”
লুৎফা বলে,”তুমি ছাড়া আর কি আছে লাভ তখন”?  

১৭।
এই খোশবাগ মস্ত বাগান মন মাতানো লাখ গোলাপের
এই খোশবাগ সাক্ষী সকল সিরাজ-লুৎফার প্রেমালাপের
এই খোশবাগ স্মৃতির ধারা যেথায় তারা করত বিহার
ভাগ্যের এক নিঠুর খেলায় আজ তা মিছিল লাশ, কবরের ।।

(চলবে)