১২.
হাজারদুয়ারী আছে, মীর জাফরের বাড়ী আছে, আছে মোতিঝিল
ভাগীরথী নদী আছে,পলাশী প্রান্তর আছে, নাই শুধু সেই হীরাঝিল
মুর্শিদাবাদ আছে, সিরাজের স্মৃতি আছে, আছে তার প্রিয় খোশবাগ
সেই ইতিহাস আছে, ইতিহাসবেত্তা আছে, তবু কেন এত গরমিল ??
১৩.
হাজার ছোরা মেরেছিল ওরা আমার এই শরীরে
তবু কিন্তু হইনি কাতর বলছি না তা মিথ্যা করে
যেই ভেবেছি বাংলা মাকে বক্ষে আমার হিয়ার তলে
কী যে ভীষণ ব্যথার তুফান বয়ে গেছে এই অন্তরে ।।
১৪.
ধৈর্য্য ধরে লুৎফা তুমি সহ্য করো দু:খ যত
দু:খ ভারে ওদের কাছে হসনে যেন একটু নত
কারো কাছে হয় না যেন তোর স্বভাবের তিল ক্ষতি
আমি আছি তোমার কাছেই যতই আমি হই না গত।।
১৫.
লুৎফা তুমি কাঁদবে নাকো আমার লাগি নিরাশায়
আপনজনদের ষড়যন্ত্রের শিকার যদিও এই ধরায়
দুনিয়াবাসী জানবে একদিন এই পলাশীর সত্য কি
বেঈমানীদের বেঈমানীতে ছিলাম কতই অসহায় ।
১৬
ঘষেটি বেগম বলবে কি, সিরাজ করেছে কোন ক্ষতি ?
তার প্রতি তুই ক্ষুব্ধ ছিলি কি কারনে বল্ সত্যি
একটু স্বার্থ, সেজন্যে কি এত বড় ষড়যন্ত্র !
পরের হাতে বিকিয়ে দিলি বাংলার সুখ শান্তি !!
(চলবে)