৭.
এই সেই হীরাঝিল আজো কাঁদে যেথা হীরা, চুনি, পান্না
এই সেই হীরাঝিল আজো শুনি যেথা শিশু জোহরার কান্না
জঙ্গলে চাপা ঝোপঝাড়ে ঢাকা সে এক বেদনার জীবন্ত স্মারক
কেমন করে ভুলিবে সে মোরে, আমি যে তাহারে ভুলি না ।।

৮.
যে সিরাজ শুয়ে আছে খোশবাগে, ভাগীরথীর তীর
সে সিরাজ আজ কোটি হৃদয়ের বিজিত এক মহাবীর
এখনো হয়নি যে লেখা তার সত্য সে ইতিহাস
কেননা এখনো উন্নত আছে বৃটিশ দালালের শির ।।

৯.
জানতে আমার ইচ্ছে করে সৈয়দ মীর জাফর আলী
শুনতে কি পাও গোর থেকে ঐ কত লোকের খাও গালি?
বৃটিশ দালাল ! থামিয়ে লড়াই পক্ষ নিলি লর্ড ক্লাইভের
করল কি দোষ নবাব সিরাজ করলে কেন এই দালালি ??

১০.
আসবে যখন গোরের পাশে ধুপ-প্রদ্বীপের আন্জামে
ওগো লুৎফা ! ফেলো নাকো চোখের জল মোর নামে
সকাল-সাঁঝে আসবে যখন তোমার প্রিয়র কবর পাশ
একটু খানি কুরআন পড় স্মরণ করে মোর নামে।।

১১.
ওরা রচনা করেছে অসত‍্য দিয়ে বিকৃত ইতিহাস
ওরা প্রচার করেছে সিরাজ মানে ভীষণ সর্বনাশ
ওরা বোঝেনি যে নাম আলোচিত হয় আসমুদ্রহিমাচল
ওরা শোনেনি সে নামে কোটি মানুষের বিলাপ-দীর্ঘশ্বাস।।

(চলবে)