১।
ভাগীরথীর তীরে যেথায় বেদনাসিক্ত খোশবাগ
সেথা সমাহিত হতভাগ্য শেষ বাংলার নবাব
সিরাজের পূণ্য পদস্পর্শে ধন্য যে সমাধি চত্বর
কান পেতে আজো শুনি তার বেদনা- বিলাপ ।।
২।
আমায় যখন পড়বে মনে আসবে গোলাপ খোশবাগে
স্মৃতির ডানায় বিলীন হবে অজানা এক প্রেমাবেগে
প্রিয় (লুৎফা) আমার গোড়ের পাড়ে বলবে কেঁদে ”হে সিরাজ,
আমায় তুমি একলা করে চলে গেলে কোন রাগে?”
৩।
আমার কবর পাশে যখন আসবে তুমি রোজ সাঁঝে
জ্বালিয়ে দিও প্রদ্বীপ শিখা স্মরণ করে সিরাজে
ফুটবে যখন গোলাপ কলি তোমার প্রিয়র কবর পাশ
হে লুৎফা ! একটি গোলাপ তোমার খোঁপায় নিও গুঁজে ।।
৪।
বললাম আমি ”ভাগীরথী ! কেন রে তোর জল ঘোলা?”
বললো সে ”বুকে আমার দু:খ অনেক, মন ভোলা”
বললাম আমি, ”বলবে কি তার কারণ কি?” বললো সে,
”এই যে পাশে সিরাজ ঘুমায়, তার সমাধি- দেয় দোলা” ।।
(চলবে)